মেঘ ছুঁয়ে শুয়ে আছে
সাত পাহাড়ের চুড়ো,
টিয়া রং বনাঞ্চল ঘুমায়
সসাগরা পৃথিবীর শিকড়ে
জড়িয়ে রেখে শরীর।
চন্দ্রিল আভা মেখে
লেকের জলে ফুটে আছে ফুল,
অমৃতের এই উপত্যকায়
মাখামখি জীবনের সকল সুখ,
চারিধার ভরপুর বাঁশি বাঁশি সুর
ভেসে যায় দূর হতে বহু দূর।
এই অবকাশে
মোঙ্গলীয় তরুণীর উষ্ণ আলাপনে
মেঘেরাও নেমে আসে অন্ত:পুরে।
ওগো পাহাড় অরণ্য লেক আর
মেঘ আর মৃত্তিকার স্বর্ণকনায়
মিশে থাকা কামনার বীজ-
আমায় নিষ্পেষিত করে নাও
আমায় ধুলো করে
ছড়িয়ে দাও আকাশে বাতাসে
মোঙ্গলীয় তরুণীর প্রতি রোম কূঁপে।
আমায় অমর করে ভাসিয়ে দাও,
হে আমার প্রিয়তমা
আমার অমৃতের উপত্যকা
আমায় মুক্তি দাও মুক্তি দাও।