মনের গভীরে
কত ছবি এঁকে যায়,
লেখা হয়
কত কথা ব্যথা ক্রন্দন হাসি,
সময়ের ঝড়ে ক্ষয়ে ক্ষয়ে
মুছে যায় একদিন,
একদিন মুছে যায় সব?
আবার নতুন এপিসোড
রচিত হয় নতুন ক্যানভাসে
নতুন খাতায়।
দশদিকে কত কিযে বয়ে যায়,
বয়ে যায় হাওয়া নদী ঘ্রাণ,
ঘটে যায় কত রক্তপাত
নিভে যায় দূর আকাশের তারা,
ঝরে যায় ফুল অশ্রু ঘাম,
একদিন ঝরে যায় সব?
সময়ের গভীরে
মনের গভীরে
আকাশের গভীরে
সাগরের মৃত্তিকার গভীরে
মহাকাব্যিক কত কী যে ঘটে যায়।
ঘটে যায় মহাকাব্যিক সব?
প্রশ্ন প্রশ্ন প্রশ্ন!
প্রশ্ন কুরে কুরে খায়,
কুরে কুরে সব কিছু খায়?