দখিনা বাতাসে
আপন স্বভাবে
গাছেরা দোলে
আর
পাতায় তোলে অমৃতের সুর,
অথচ নাগাল থেকে বহুদূর।
গুল্প ঝোপ
কত গাছ পাখি
কীট পতঙ্গের
মধুর আলাপ,
মনের গভীরে তোলে
উদাসী ভালোবাসার সুখ,
অথচ সময় বইছে
কেবলই বিসুখ।