আঁধার ভেঙে তুমি
জোনাকির মতো পথ চলো,
ঘাসফড়িঙেরা যখন ঘুমায়
মনের যত ব্যথা-প্রেম-অভিমান
চুপি চুপি তারাদের কাছে বলো।
দূরের বাতাসে বাঁশি বাঁশি সুর
মনের আকাশে জাগায় দোলা,
দীপ জ্বেলে সখা আমি একা একা
দোয়ার রেখেছি খোলা।
শীতের শিশিরে কত কানাকানি
সাগরে অরণ্যে উথাল পাথাল ঢেউ,
রাতের হরিণ প্রাণ পণ ছোটে
আমি ছাড়া আর দেখছে না কেউ।