পল্লবিত অরণ্যের ডাক এসেছে।
এই বেষ্টিত ব্যথার আঁধার ভেঙে
মেলে দেবো উথাল পাথাল ডানা
ঘন নীল আকাশের বুকে।
নিরন্তর ভেসে ভেসে মিশে যাব
ফুল পাখি নদী আর কিশলয়
আর ঐ পাহাড়ের চুড়ো আর
সাগরের গন্ধে ভেজা সাতরঙা সৈকতে।
এলোমেলো হয়ে যাওয়া এই ভূমি
নিদারুন নিস্ফলা লাগে,
বুলবুলি খায় নাতো
উঠোনের ধান,
থেমে গেছে কিচিরমিচির
চড়াইয়ের ডাক।
এইখানে ফলে নাতো কচি ঘাস
বুনোফুল বেতফল
পড়ে নাতো তরুতমালের নিবিড় ছায়া।
আরণ্যের প্রত্যয়ি চরণ চুমে
শুয়ে আছে সসাগরা পৃথিবী-
ডাকছে আমায়
আয় আয় আয়...