বাঁশির যে সুর বাজিয়েছ প্রাণে
ভালোবাসায় ঘেরা মুগ্ধতা নামে
সকাল-সন্ধ্যা-রাতে।


বিষণ্ণতা কাটে স্নিগ্ধতা ছুঁয়ে
মদকতা জাগে প্রেমাস্পর্শ পিয়ে
শিশির স্নাত প্রভাতে।


রঙিন স্বপ্ন মেলে মন-আকাশে
মাতিয়ে রাখে সুখ-বিলাসে
জ্যোৎস্না ধোয়া রাতে।


বাঁশির যে সুর শুনিয়েছ তুমি
তার-ই মাঝেই পেয়েছি আমি
মনের যত সুখ।


প্রাণ ফিরে পাই বাঁশির সুরে
মন পড়ে রয় তোমার-ই ঘরে
বাঁশি-ই আমার দুখ।


এখন বৃষ্টি ভেজা শীলত দিনে
গ্রীষ্মকালের তপ্ত ক্ষণে
বাঁশিই আমার সুখ।