এক পা এগোয় , এক পা এগোয় , এক পা - এক পা করে
বসল  মনে  অনামিকা , আমার  অগোচরে
চকিত নয়ন , যামিনী যাপন - রূপের বিচ্ছুরন
সাড়ায় - হারায় , উথাল পাথাল আমার সংগোপন ।


পর্দা  ছেড়ে  মনের  ভিতর , পর্দা  ওড়ে  ঘরে
গড়ছে  বসত  অনামিকা , আমার  হৃদয়  জুড়ে
আমার  মনের , আমার  জনের  একটি  একটি  করে
দখল  নিল  অনামিকা  , সবার  অগোচরে ।


এক পা এগোয় , এক পা এগোয় , এক পা - এক পা করে
তুলসী  তলায়  সন্ধ্যাপ্রদীপ , আঁচল  ঢাকা  শিরে
বাস  হারিয়ে , খাস  হারিয়ে - মিটিয়ে  মনের  আশ
এখন  আমার  অনামিকায়  যাযাবরী  বাস ।