আমার মনের চিলে-কোঠায় বেশ
যখন রোদের অলস বিচরণ
সোহাগী রোদ স্পর্শে তোমার কেশ
শিরায় শিরায় জাগায় শিহরন ।


দু‘কাধ বেয়ে নামে স্রোতস্বিনী
উজান ভেঙ্গে আমার আরোহণ
তোমার হৃদয় অথৈই মন্দাকিনি
ভাসিয়ে দিলাম , হারিয়ে গেল মন ।


সিঁদুরে রং রাঙ্গায় ঈশাণ কোণ
উথাল পাথাল হৃদয় দরিয়ায়
আদরে মাথা ঝোঁকায় পিয়াল বন
ঝড়ের খেলা ঘরের বিছানায় ।


বৃষ্টি – হাওয়া বাহির জানালায়
দুয়ারে এসে থমকে থামে পল
ফুল ফোটানোর খবর নিয়ে যায়
বর্ষা নদীর কানায় কানায় জল ।


বকের ডানায় সন্ধ্যে নামে যবে
আগল ভেঙ্গে চাঁদের উকি-ঝুকি
তুমি আমার পরশ পাথর হবে
না হয় হবে অচীন চকমকি I