( ১ )
যত দীর্ঘ মিছিল , তত বেশি মূকের হাজিরা ,
যত বেশি হাজিরা , পিছে তত কপট পাজিরা ।
স্বপ্ন বিকোয় ভিড়ে , উষ্ণ হয় মিছিল – ময়দান ,
কালসর্প উদ্ধত শিরে , মিথ্যে দর্পে তৃপ্ত শয়তান ।
( ২ )
মিছিলে মিছিল জুড়ে ফুটপাথে সারি
সারিতে বদ্ধ যত অবুঝ – আনাড়ী ।
মুখেতে শ্লোগান যত পেটে নেই ভাত
এভাবেই কাটে দিন – নিদ্রা হীন রাত ।
( ৩ )
রাত কেটে গেলে , পড়ে থাকে প্রত্যাশার প্রত্যুষ ,
চুলা নেভা – চাল নেই , তবু কেন মানুষ বেহুঁশ ।
মিছিলে মিছিলে পা , সন্ধি যত আহবে – আহবে ,
কেন এতো ছলনা – মিথ্যে , মান-বে মানবে ?
( ৪ )
যদি হাতে থাকত দৃঢ় হেতালের লাঠি
নিজেকে সাজাতাম যোদ্ধা নিপুণ – পরিপাটি ।
আঘাতে ছিন্ন হতো কালসর্প শির ,
মিছিলে - মিছিলে শব , সময় অস্থির ।