শ্বাপদ মাপে শ্বাপদের দাঁত
নখ ঢুকে যায় থাবায় ।
তাজা রক্ত ঝরেছে সারারাত
গন্ধ ভেসে আসছে দমকা হাওয়ায় ।


হাওয়ায় ভেসে আসছে কত কথা
কথকথা রোজ শোনায় পুরোহিত ।
দস্যুতা আজ দৃশ্যতঃ যথাতথা
শ্বাপদ দন্তে তৃণভোজী হয় চিত ।


শ্বপদ স্বরাট , রায়তি হরিণ শাবক
বরাভয় নেই হরিণীর আশ্রয়ে ।
শিরায় শিরায় ছুটছে তরল পাবক
কেন বেঁচে থাকা মিথ্যে ভয়ে ভয়ে ।


পচা রক্তের গন্ধ হয়েছে চেনা
ভয়ে - প্রলোভনে আর যাবেনা কেনা ।
রক্তে বাঁচার মন্ত্র নিয়েছে শিখে
কথকথা যত রাখবে রক্তে লিখে ।