ঘর গড়েছি আমি এখন বিষাদ সিন্ধু ধারে
গাংশালিখের খুনসুটি রোজ ঢেউ কুড়ানো পাড়ে ।
হাসির পিছে দুঃখ লুকায় নতুন চেনা নারী
অঞ্জনা , তুই বলেছিলি , দেখবি আমার বাড়ি ।


সুখের ছাউনি পর্ণকুটির উদার বাতায়ন
চিলতে মাটির পরশ মাখা আদর - আপ্যায়ন ।
আমার জগৎ , আমার নারীর আমিই অধীশ্বর
মুচকি হেসে বলেছিলি , দেখবি আমার ঘর ।


অঞ্জনা , তুই আয় দেখে যা বাঁচতে আমি-ও পারি
আঙ্গন জুড়ে আলপনা দেয় নতুন চেনা নারী ।
ঘর কেনা যায় - বর কেনা যায় , মন যায় কি কেনা ?
আয় দেখে যা নতুন নারী তোরও কেমন চেনা ।