বাবুই কেন বাসা বানায় তাল গাছের ঐ মাথায় !
কারণ কিছু লেখা আছে পক্ষীবিদের খাতায় ?
যদি থাকে আমায় তবে জানিও কারণ খানিক
বাবুই বাসা হচ্ছে ক্রমেই সাত রাজা-ধন মানিক ।


বাবুই পাখি যায় না দেখা এখন আশে পাশে
দূষণ ভীষণ ছড়িয়ে গেছে আকাশে - বাতাসে ।
ফসল ক্ষেতের কীটনাশকে হারিয়ে গেছে খাবার
পোকা - মাকড় ফিরলে ক্ষেতে ফিরবে বাবুই আবার ।


বাবুই হল বন্ধু পাখি থাকলে ক্ষেতির পাশে
সোনার ফসল চক্রবালে খিলখিলিয়ে হাসে ।
লক্ষী বসে চাষীর ঘরে , জলার জলে মাছ
ভরবে ঘরের খালি গোলা , ভরবে ফলে গাছ ।