বলতে পারিশ ,-
মাছের মধ্যে কে বড় সৎ , অন্যায়টা সয় না ?
জানি – জানি ,-
ঘাটের পাশে থাকে যে মাছ ‘ রয়না ‘ ।


‘ ভ্যাদা ‘ ডাকে ইতর জনে ‘ মেনি ‘ ডাকে ভদ্রে
খ্যাতি সুদূর ছড়িয়ে ছিল মগধ থেকে মদ্রে ।


ঘাটের পাশে থাকে শুয়ে খাদ্য শুনি কাদা
মাছের মধ্যে তার মনটাই একেবারে সাদা ।


চুপটি করে পড়ে থাকে ‘ ঘাপটি ‘ বলে তাকে
দোষের মধ্যে ঘুমের সময় চোখটি খোলা খাকে ।


তবে কিন্তু খোলা চোখে দেখেনা সে ‘ মন্দ ‘
পিটপিটানি দেখলে মনে জাগতে পারে ‘ সন্দ ‘ ।


মনের সাথে মানার দ্বন্দে ‘ রয়না ‘ হবে দোষী !
মনের দুঃখে ‘ রয়না ‘ ঝাঁকে দিচ্ছে পাড়ি কাশী ।


‘রয়না ‘ এখন রয় না পাতে আছে ‘ বিরল ‘ খাতায়
‘ ভেটকি ‘ নাকি আত্মীয় তার কেমন লতায়-পাতায় ।


রসিক জনে হন্নে খুঁজে স্বাদটি দারুন মৎস্যে
টাটকা ধাড়ী জুৎসই বেশ ততটা নেই বৎস্যে ।


‘ মেনি ‘-‘ মুখ ‘-এর ভালোবাসা যাচ্ছে ক্রমে চুকে
কিনতে গেলে ট্যাকের টাকা যাবেই যাবে ফুঁকে ।