নারী , তুই বড়ই অহংঙ্কারী
চাইলে যেতে পারিশ আমার বাড়ি ।


বাড়িতে তুই আদরে থাকিস নাকি
ঝর্ণা খোপায় কুঁন্দ ফুলের ঝাকি ।


ঝাকিয়ে কাঁধ যখন অভিমানী
এই সে কি তুই ! একে আমি চিনি ?


চিনছি ....চিনছি , চেনায় বহু বাকি
এখন আমরা একই সাথে থাকি ।


থাকতে ....থাকতে গেছি অনেক ভুলে
এখনো সেই কুঁন্দ খোপার চুলে ।


এলোচুলে অলস রোদের খেলা
বিলি কেটে ঝিমিয়ে পড়ে বেলা ।


নারী , তুই বড়ই অহংঙ্কারী
শিশু কোলে , নকসি পাঁড়ের শাড়ি ।