( ১ )
কান পেতেছি
শুনেছি গুপ্ত শলা -
হৃদয় জ্বালা I
( ২)
পাবো পাবোই
সত্যি জানা ছিলোই -
মন মানেনি ।
( ৩ )
বৈরাগী মন
হয় কিযে কখন -
চিত্ত ঘরেই ।
( ৪ )
আকাশ ডাকে
মেঘ নিয়ে যা বাড়ি -
সাজাস তাকে ।
( ৫ )
রক্ত ঝরায়
পথে পড়শি মেয়ে -
অবাক চেয়ে ।
( ৬ )
আবার যাবি
পাবি সুখের চাবি -
চেনা পাড়ায় ।
( ৭ )
পেয়েছি খোঁজ
ভিজে চুল শুকোয় -
রোদ্দুরে রোজ ।
( ৮ )
পড়ার ঘরে
জানালা দিয়ে এলো -
মরার চিঠি ।
( ৯ )
বাজার থেকে
কিনেছি কান্নাসময় -
নিজের জন্যে ।
( ১০ )
আপন ভেবে
খুলেছি কষ্টঝাপি -
কষ্ট নেবে ?
( ১১ )
ঠিক দুপুরে
পলক থরোথরো -
ঘুম কাতুরে ?
( ১২ )
তোমার জন্যে
গড়া তাসের ঘর -
ভাঙ্গবে অন্যে ।
( হাইকু - স্বল্প পরিসরে , সর্বাধিক ৩টি লাইনে , ৫টি , ৭টি আবার ৫টি অক্ষরের ক্রমে অনধিক ১৭ টি অক্ষরে লিখিত জনপ্রিয় জাপানী পদ্য রীতি । ঊহ্য ছন্দে রূপকের ব্যবহার সমাদৃত )