অবশেষে ধীরে পেরিয়ে গেল মাস
ঊর্মি চূড়ায় সফেন হয়েছে ম্লান
বিবেক ভাবার পায়নি অবকাশ
ভিটে ছেড়ে কেন ভেসেছিল আইলান !


অশান্ত ঢেউ-এ ভেসেছিল শিশু দেহ
অ্যালবাটসৃ যেন জুড়ায় ডানার শ্রম
বোঝেনি সাগরে বিপদ অপরিমেয়
সৈকতে শব নয়ত ব্যতিক্রম ।


যুগ যুগ ধরে সাগরে ভেসেছে সব
শব ভেসেছে সবের-ই পিছে-পিছে
তখনো শুনেছি সাময়িক কলরব
যত প্রতিবাদ হয়েছে সকলি মিছে ।


সময় শিশুরে করেনি করুণা – ক্ষমা
নোনা জল তারে যতনে দিয়েছে কূল
শতাব্দী আসে-শতাব্দী যায় , অবিরত পরিক্রমা
সৈকতে শিশু , মানবতা ভাসে-টলোমলো মাস্তুল ।


শাসন দেশকে খন্ডে নিয়েছে বেটে
শাসকের বুট শোষিতের বুকে পেটে
পায়ে পায়ে মোছে সীমানা অতঃপর
খুঁজছে মানুষ এখনো নিজের ঘর ।