কতদিন একসাথে হাঁটিনি সবুজ ঘাসে
ঝরা সুখ কুড়োইনি দু’জনে বিজনে ।
সুখগুলো লুটোপুটি খেত আশেপাশে
এখনো কি আছে তারা গোপনে-নির্জনে ।


কতদিন পাশাপাশি বসিনি কোথাও
কতদিন রাখোনি বুকে তোমার মাথাও ।
এখনো ওড়ে সেথা বৃদ্ধ প্রজাপতি
নাকি ওড়ে এখন তার সন্তান – সন্ততি ?


তুমি ছিলে , নির্বিদ্ধায় আমিও ছিলাম সর্বনাসে
কত রাত একসাথে বেড়িয়েছি তারাদের বাড়ি ।
জেনেছি , তোমারি মতো তারারাও ঠিকানা ভালোবাসে
অথচ চেয়েছি আমি , আলোকবর্ষ পাড়ি ।


জাগরনে কেটেছে রাত , তুমিওবা শেষ , ঘুমিয়েছো কবে ?
আশ্লেষে পাশাপাশি , তাও বুঝি যুগ কিম্বা শতাব্দী হবে ।
পল যায় , যুগ যায় শতাব্দীও বড় অল্প ক্ষণ
ভালোবাসো – ভালোবাসি , থাক যত বাধা অগনন ।


কতদিন কান্নাপ্রহর কেটেছে দুঃসহ
ক্ষতের রক্তরস ঝরেছে অহরহ ।
চলনা , দু’জনে ফের পাশাপাশি হাঁটি
আগামী জ্যোৎস্নায় যাই তারাদের বাটি ।