জানি ঠিক প্রসন্ন নও , আমি নই তেমন অপ্সরা
সামান্য খুজে দেখো , আমাতে সাজানো আছে নানান পসরা ।
উঠে এসো – উঠে এসো , নাহয় ভাঙ্গলে কিছু ধাঁপ-দুঃখসিঁড়ি
আমার যা কিছু , দেবো তোমায় উজাড়ি ।


দেখে নাও , যেখানে যা থাকার ছিল , আছে ঠিকঠাক
শরীরি ভ্রমনে শোনো গার্হ্যস্থ সময়ের ডাক
তোমাকে মননে চাই , চাই শরীরের দুরতম কোষে
বসন্তের জ্যোৎস্নায় চাই , চাই শীতের প্রত্যুষে ।


আমিতো তোমাকে চাই , আমাতে , তুমিও মানাও
আমাকে গভীরে চেনো , তোমাকে - আমাকে চেনাও
তবেই না উঠবে ঝড় , বইবে বায়ু তেড়ে
উড়িয়ে বসন সব , লজ্জা নেবে কেড়ে ।