হয়ত চায় না নারী স্বাধীনতার স্বাদ
কেন সে সজ্জিতা আজো অগ্নি ললাটিকায় ?
আকাঙ্খা করে না কেন প্রচন্ড প্রভাত !
পৌরুষের প্রিয়াঙ্গী মোহে – থাকে অহমিকায় ?


স্ব-হস্তে বিছিয়ে নেওয়া শরশয্যাখানি
চিরবাস শূন্যগর্ভ মনখারাপের দেশে ,
লুকোনো দুঃখ যত সুযোগ – সন্ধানী
অশ্রুসিঁড়ি ভেঙ্গে মেসে রোদেলা আকাশে ।


বৈশাখী ঝাঁপটায় ছিন্ন যত চিন্তা , বোধ
নোনাজল মুছে নেয় দ্বিধা – সন্তাপ I
থেমে থাকা চক্রবালের অবসন্ন রোদ
পরম বিশ্বাসে দেয় তমসায় ঝাঁপ ।


মেঘসন্ধ্যা নেমে আসে দ্রুত
আড়ষ্ঠ পা দেয় চৌকাঠ পাড়ি ,
থমকে দাঁড়ায় ছায়া যেন ইতস্ততঃ -
চলতে শেখেনি পথ , নয়ত আনাড়ী ।


শতবার বিদ্ধ হওয়ার চেয়ে
শতগুনে হারিয়ে যাওয়া ভালো ,
এই কথা বোঝে-নি যে মেয়ে -
দাহের আগুনে জ্বালে সাঁঝবাতির আলো ।