আশা -


মা , আমি তোর মুক্ত মেয়ে হব
আমার পায়ে পরাস নে আর বেড়ি ,
বিশ্ব-জগৎ জয় করে ঠিক নেব
আসছে সুদিন আর বেশি নেই দেরি ।


আকাঙ্খা -


মা , তুই ভাবিস একলা আমিই মেয়ে !
বন্ধ দু "চোখ দেখ না খুলে চেয়ে
দশক আসে , দশক চলেও যায়
থাকব ঘুমায় ? শতাব্দী প্রতিক্ষায় ।


সুখ -


মা , আর মাথায় ধরিসনে তুই ছাতা
শরীর সেঁকি মিঠে - কড়া রোদে ।
জীবনটা নয় শুধুই জাবদা খাতা
নিত্য লড়াই - নিত্য বাঁচা নিত্য নবীন বোধে ।


দুঃখ -


মা , তুই নাকি আমায় গভীর চিনিস !
তবে কেন নিয়ম করে " পাত্র - পাত্রী " কিনিস ?