একযে ছিল গায়ের মেয়ে
দুঃখ ছিল ভীষণ মনে ,
গ্রামটি যেন দুঃখে ছেয়ে
আছে পড়ে নদীর কোনে ।


গ্রামের পথে এক দুপুরে
শুনলো সেদিন নতুন কথা ,
সুখ সকলি হয় শহুরে
ছড়িয়ে সেথায় যথা তথা ।


মেয়ের মাথার যতেক পোকা
উঠলো শুনে প্রবল নেঁচে ,
অদম্য মন যায়না রোখা
শহর যাবে মাকড়ি বেচে ।


যেতেই হবে স্বপ্ন শহর
এইনা ভেবে ফিরলো বাড়ি ,
গুছিয়ে নিয়ে জামা – কাপড়
সাঁঝ সকালে দিল পাড়ি ।


মেঘনা পাড়ের মিষ্টি মেয়ে
শহর ঘুরে হন্নে – হারা ,
রাত্রি কাটে ভয়ে ভয়ে
দিন কাটে তার অন্নছাড়া ।


শ্বাপদ ঘোরে শহর জুড়ে
নখ গুলোকে লুকিয়ে থাবায় ,
পেলেই বাগে খাবে কুরে
দন্তে সুখে চুষে – চিবায় ।


আসল – সত্যি বুঝতে মেয়ের
হয়নি কষ্ট , মোটে দেরি ,
পড়ছে মনে কথা গায়ের
প্রশ্ন মনে ‘ ক্যামনে ফিরি ? ‘


গ্রামটি যেন খোলা হাওয়া
শহর মুড়ে ছদ্ম-বেশে ,
গ্রামের জীবণ অলীক পাওয়া
ফিরছে মেয়ে আপন দেশে ।।