( ১ )


মধ্য রাতে জ্যোৎস্না ঢলো ঢলো
তুমি তখন কোন সে অচিন পুরে ।
স্বপ্ন পাানসি দুলছে টলোমলো
ইচ্ছেমতীী বাঁক নিয়েছে দুরে ।।


             ( ২ )


পীড়িত রাত ...পীড়িত মনের সুখ
মেঘ জমছে দখিন সীমানায় ।
তোমার চোঁখে দেখেছি আমার মুখ
দেখিনি মুখ কাঁচের আয়নায় ।।


              ( ৩ )


শিউলি ডানা মেলেছে শাখায় শাখায়
শিশির স্নানে আগুন কি আর নেভে ?
বিনিদ্র রাত কাটছে আশায় আশায়
ভালোবেসে তুমিই তো সব নেবে ।।


              ( ৪ )


চাঁদের বুড়ি ঘুমোয়নি এখনো
চরকা - সুতোয় ঝট বাধেনি শুনি ।
ঘড়ির কাটা থামে না কখনো
জেগে জেগে সময় শুধু গুনি ।।


               ( ৫ )


হঠাৎ , কোন সে জাদুকাঠির ছোঁয়ায়
চমকে শুনি বলছে ছুঁয়ে আমায় -
'' মায়াবি রাত '' , জ্যোৎস্না ঢলো ঢলো
'' চলো চলো , দু ' জনাতে জ্যোৎস্না মাখি চলো " ।।


চরকা কাটে চাঁদের বুড়ি -
চাঁদের বুড়ি বুঁড়োয় না -
জ্যোৎস্না ঝরাও ফুরোয় না -