মনের আকাশে ওড়ে গুচ্ছ শঙ্ঙচিল
নিঃশব্দ উড়ান দেখে কেটে যায় দিন ,
আকাশ রেখেছি উদার , অবাধ-অনাবিল
মোহিত উচ্ছ্বাসে গুনি এক – দুই – তিন….


দীঘল ডানায় দেখি উড়ানের সুখ
জানিনা লক্ষ্য কি – কিবা অভিমুখ ,
জানিনা ফিরবে নাকি উড়ান পরিযায়ী
বিস্তীর্ণ সাগরবেলায় আমি কি স্থায়ী ?


অজান্তে আমি উড়ি , সঙ্গী শঙ্খচিল
কখনো স্নিগ্ধ উড়ান , কখনো বিসর্পিল ,
দিক হীন - দিশা হীন শুধু ওড়াউড়ি
ডানায় ডানায় চিলের আছে বাহাদুরি ।


আমাকে ওড়াও চিল , চেনাও ভুবন
আকাশে পুরোনো তুমি , আমি তো নূতন ,
চোখেতে ঠিকানা লেখা , ডানায় কম্পাস
উড়লে ঠিকানা পাব , আমার বিশ্বাস ।


আমার থাকুক..... খোলা আকাশ.....বাতাস গায়ে মাখবো ,
আমার থাকুক..... প্রখর সূর্য...........তপন তেজে পুড়বো ,
আমার থাকুক..... উতল পাথার.......ঊর্মি মাথায় নাচবো ,
আমার থাকুক..... অমা – নিশি........আধার চিরে উড়বো ।।