হ্যামলেট অথবা প্রুফ্রক
কবে ছিল, অতীতের কোন্ ধূসর পাতায়- কে রাখে তার খোঁজ!
অথচ এখনও তারা জেগে জেগে কথা কয়
আমার বেকার মনে-
কোন আকার দিতে পারি না আমার ভালোবাসার;
দ্বিধার অন্ধকারে ডুবে যেতে যেতে ভাবি,
আমিও তো বলতে পারি তার হাতটি ধরে-
হে তরুণী, উদিত সুর্যের সত্যতায়
ভালোবাসি তোমায়!
হে তরুণী, বিলিন হতে তোমাতেই
প্রবাহমান ঝরণার প্রখরতায়
ছুটে চলি আজও আজন্ম...


আর ঠিক তখুনই সম্মুখে দাঁড়ায় হ্যামফ্রক
গায়ে তার পরাস্ত হ্যামলেট,
শিরায় তার বিষণ্ন প্রুফ্রক!