অতঃপর ভ্রষ্ট বুলেটেরা
রাতের নিদ্রা ছিন্ন করে ছুটে চলল-
৩২ নম্বরে।


বিশ্বাসী চোখগুলো তার বিস্ফারিত প্রায়
চশমার কাচগুলো নির্জীব
স্বপ্ন দেখানো তর্জনী তখন বিমূঢ়
সাহসী বুক রক্তাচ্ছন্ন...


হৃদপিণ্ডের রক্ত মাটি ছুঁতেই
হৃদয় তার হয়ে ওঠে বাংলাদেশ


মাটিতে লুটিয়ে পড়া শরীর ছুঁয়ে
বয়ে যাওয়া রক্তে তাই
আজো জাগরুক এই সোনার বাংলা;


জেগে থাকা এই বাংলায়- এইসব আকাশ নদী বৃক্ষে
আর প্রতিটি স্বপ্নবান চোখে
আজো তার স্বপ্ন ভোরের রৌদ্র হয়ে
বুনে যায় সোনালি দিন...