আমার যখন অসময়- তখন তোমার হয় সময়
আমি যখন অভয় মাগি, তখন তুমি দেখাও ভয়।
আমার যখন জাগার বেলা, ঘুমের রাজ্যে তখন তুমি
যখন আমি রাখি কদম, কেড়ে নাও তখন ভূমি।
আমি যখন গড়তে বসি, তখন তোমার ভাঙার কাল
বাঁচার জন্য যে ডাল ধরি, তুমি কাটো ঠিক সে ডাল।
যখন আমি হাসতে চাই, ছুঁড়ে মার চোখের জল
জল যখনই কমে আসে, তখন দেখি নেইকো তল।
যখন আমি উড়ব বলে মেলে ধরি ধবল ডানা
ঠিক তখনই ঘিরে ধরে শক্ত প্রবল ঝড় অজানা।