তোমাদের রক্ত মাটি ছোঁয়ার আগেই
প্রতিবাদেরা আকাশ ছুঁলো
তোমাদের রক্তে মাটি ভিজবার আগেই
ফুলেরা ভিজে হলো লাল!


তোমাদের রক্তে
ভাষারা প্রাণ পেল;
তোমরা জীবন দিলে বলেই
ভাষার কাছে নত হলো সকল অনাচর...


এখন
একুশ আছে বলে
গাছেদেরও নিজস্ব ভাষা আছে
একুশ আছে বলে
ফুলেদেরও নিজস্ব ভাষা আছে
পাখিদের আছে নিজস্ব গান


একুশ আছে বলেই
মাটির মানুষ ভাষার আলোয়
খুঁজে পায় আপন আলয়।