আমি একটা অন্য বিষয় নিয়ে একটু বলতে চাই। আমরা যারা কবিতা এখানে দিই, তারা সবাই আশা করি আমার কবিতা সবাই পড়বেন। এই আশাটা আমরা করতেই পারি। সাথে মতামত, মন্তব্য পেলে নিশ্চয় অনেক ভালো লাগে। দেখা যায়, কবিতা অনেকেই পড়েন, অনেকে বেশ সুন্দর সুন্দর মন্তব্য করেন, পড়ে ভালো লাগে। এটা বেশ ভালো।
আমার বক্তব্য হলো, শুধু প্রশংসা কেন শুনার জন্য উদগ্রীব থাকব আমরা যারা কবিতা লিখছি, তারা? কেন গঠনমূলক মতামত আমরা আশা করি না? আবার যারা মন্তব্য দিচ্ছেন, তারাও দেখছি সব কবিতায় প্রশংসা-ই করছেন। এতে করে খারাপ কবিতা লিখেও কেউ কেউ অতি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে যা তার জন্যই বরং খারাপ। সেজন্য আমার মনে হয় কবি এবং সমালোচক উভয়কেই এ ব্যাপারে দৃষ্টিভঙ্গি পাল্টানো প্রয়োজন। গঠনমূলক সমালোচনা বেশি বেশি পেলে এবং কবিরা তাতে ব্যাথিত না হলে এই সাইটের উদ্দেশ্য আরো বেশি সাধিত হবে। কবিরা তাদের সীমাবদ্ধতা জানতে পারবেন, সেগুলো কাটিয়ে উঠে আরো বেশি সুন্দর আর গ্রহণযোগ্য কবিতা উপহার দিতে পারবেন- এটাই আমার দৃঢ় বিশ্বাস।
কাউকে আঘাত দেয়া আমার উদ্দেশ্য নয়।
সবাই ভালো থাকবেন।