রোজের মতন এই বিপ্লবী রাত
কত চিতাকাঠে ঘুণ ধরে
স্বপ্নেরা উড়ে যায় মাছেদের ঘরে ;
বোকা কাক-গাংশালিকের মতন
হাওয়া খেতে চায় রাত্রির পাপ
ঘরেদেরও মন ভালো নেই
দেওয়ালের কানে আজকাল শুধুই
খিস্তি ভেসে আসে- হাসি কান্না
হট্টগোলের নিয়মেরা পাল্টে যায়
ডাকওয়ার্থ লুইস এ ম্যাচ জেতে স্বপ্ন।
শুখনো ঠোঁট নরম ভেসলিনে
সেমতন নকল ঠোঁটেই মাতোয়ারা
দিনে -দিনে -রাতে ফের দিনে।
দেওয়ালে দেওয়ালে কানাঘুষো
লিংগভেদ, ক্লীবেদের ও ছাড়েনা।
ঘরেদের ও মন ভাল নেই
দেওয়ালে শোকেসে ঘুণ;
লাল সবুজ ক্লীব ঠোঁটেরা
উড়ে যায় মাছঘরে
ডাকওয়ার্থ লুইস এ ম্যাচ জেতে ভেসলিন।।