তারুণ্যের সূর্যদল
এখনো মোহচ্ছন্ন হয়ে আছো বেনামী স্বপ্নে;
শুনতে কি পাওনি কালের যাত্রার ঘণ্টাধ্বনি?
দেখোনি পশ্চিমের দিগন্তে লাল আভায় সূর্য ডোবার পটভূমি;
জলজ্যান্ত স্মৃতিগুলো মেঘের গা ঘেঁষে ঘেঁষে উড়ে যায়,
আর তোমরা এখনো বিচারের প্রতিবাদ লিপি নিয়ে দাঁড়িয়ে আছো !
তোমাদেরও তো যুদ্ধের দাবানলে পোড়ার সাহস আছে,
আছে বুকের মাঝে জমা এক পাহাড় সম বারুদ !
তবে কি শুধু আগুন চায় ?
আগুন দিবো ;এক চিমটি আগুন ; যদি জ্বালিয়ে দিতে পারো।
তবে তারুণ্যের আদর্শে জ্বালিয়ে দাও,
দাউ দাউ করে আগুনে জ্বালিয়ে দাও।
জ্বালিয়ে দাও পৃথিবীর যত ধর্মন্ধবাদ ,সাম্রাজ্যবাদ ,আধিপত্যবাদ আর দাসত্ববাদ।
গুড়িয়ে দাও সব হিংসা,বিদ্বেষ, নৃশংসতা , ক্ষুধা, লোভ, বিত্ত্ব বৈভব
এঁকে দাও সবুজ অরণ্যে ভরা এক মানবিক পৃথিবীর ছবি !
যেখানে মহুয়া ফুলের মাতাল ঘ্রাণে সিনড্রলা আসে;
চোখ বুজলেই শোনা যায়-
পাখিদের কলরব আর ঝর্ণার গান ।
অতঃপর নব প্রজন্মই একদিন এনে দিবে আগামীর সোনালী বসন্ত;
তবেই না তারুণ্যের মন্দ্রিত চেতনার ইতিহাস মুক্তি পাবে !!


প্রদীপ দাস
ঢাকা, ২০ই মার্চ , ২০১৯