বুভুক্ষু জনগণের ক্ষুধার চিৎকার
কাঁদছে নীরবে  আজ  ,
অন্ধকার জগতের ব্ল্যাকহোল রূপী মানুষের                                                      
পাশবিক  ক্ষুধার অট্টহাস্যে I  
গোগ্রাসে গলাধঃকরণ সমস্ত  সম্পদ  
ধন, জন, জলজ, বনজ
সেই জঘন্য ক্ষুধার উন্মাদনায়..


জিনের  মিউটেশনে   যেনো
চোখের জল বিহীন পাষান হৃদয় নিয়ে  
এক একটা রক্ত-মাংসের জীবন্ত রোবট  
বার বার ধর্ষণ স্ব-মাতৃভূমিকে  নিজের হাতে
লুটে নিয়ে গর্ভের তার সমস্ত সম্পদ I


শুনার অবকাশ কোথায়
ধর্ষিতা মায়ের নয়ন নীড়ের ক্রন্দনের করুণ প্রতিধ্বনি
ছড়িয়ে পড়া  দুঃস্বপ্নের সাকার রূপ তাদের
শহরের রাজ-অট্টালিকার প্রাচীরে প্রাচীরে
প্রতিধ্বনিত হয়ে ,
উত্তাল  যখন অন্দরমহল সুন্দরী কসবীর  উদ্দাম নৃত্যে  I
আলজেইমারের সিনড্রমে
ভুলে গেছে নিষ্ঠুর সময়ের ডাক  I


সময় আসবে একদিন,
কালের ক্রূর চাবুকের আঘাতে
কাঁপবে  দুঃস্বপ্নের দিঠক
ভেঙে তাদের কুম্ভকর্ণের নিদ্রা,
চূর্ণ-বিচূর্ণ  দুঃস্বপ্নের দিঠকে দেখবে কেবল
দাঁত বেরিয়ে তাকিয়ে থাকা        
তাদের দিকে,  নিজেরেই কফিন তাদের   I    


-------------------------------------------
  ডo  প্রীতিশ চৌধুরী --  14/07/2017