`আমরা অভিন্ন' বলার আজ কষ্ট যতটা
ততটাই সহজ আজ `আমরা ভিন্ন' বলার
অলীক কল্পনা _
এক সাথে এক মাঠে গানের মজলিস
হয়ে অভিন্ন
বসবাস এখন ভিন্নতার ক্যাম্পে ক্যাম্পে
সু-উচ্চ প্রাচীর গড়ে হৃদয়ে হৃদয়ের মাঝে
ভিন্নতার খোঁজে_
উল্লাস ভিন্নতার মাঠে
অঙ্কুরণ করে আরো হাজারটা নতুন ভিন্নতার ভ্রুন
উত্তাল স্বপ্নের আশা-আকাঙ্খা
ভিন্নতার তাণ্ডব নৃত্যে _
আর কাঁপছে পৃথিবী দানবের আঘাতে
অভিন্নতার সুরের তালেতে _
তবুও গর্বিত মানুষ বলে - `পৌঁছেছি শিখর সভ্যতার’
অথচ অপেক্ষা রত
চোখ বুজে থাকা কোকিলের ভাও নিয়ে
দেখতে পৃথিবীকে
একটি জ্বলন্ত অগ্নিপিণ্ডের রূপে _
-------------------------------------------------------
Dr Pritish Chowdhury 07/04/2018