মাগো,
একদিন অনেক স্বপ্ন নিয়ে -
তুমি আমার নাম দিয়ে ছিলে রোদ্দুর ,


বলেছিলে,
পৃথিবী জোরা ঐ যে, আকাশটা আছে -
সেখান থেকে গোটা পৃথিবীর বুক ভরে
আলো দিবি তুই ।


তোমার স্বপ্নের কাজল আমার দু - চোখে
পরিয়ে দিতে দিতে বলতে -
তোকে আমি কোন রূপ কথার মেয়ে নয়,
'মানুষ মেয়ে ' পরিচয়ে রেখে যেতে চাই
আগামি শতাব্দীর কাছে ।


যেখানে তোর ইচ্ছে গুলি  -
রঙিন প্রজাপতি হয়ে উড়েবেড়াবে ,
থাকবেনা  নিয়মের চোখ রাঙানি,
বুদ্ধির মাপকাঠি হবে তোর পরিচয় ।


মাগো,
যখন আমার উঠন জুড়ে
আঁধার নেমে আসত ,
তখন তুমি হতে আমার ভোরের আলো ,
তীব্র দহনে মন জুড়ান শীতল বাতাস ,
নিদারুন অসুস্থতায় আমার পথ্য ,
আমার দেশ, আমার শহর, আমার ঘর ।


এখন ,
তোমাকে আমি শুধু স্বপ্নে পাই ,
নিকষ অন্ধকারের মধ্যে তীব্র এক
আলোর বিন্দু আমার গর্ভে  -
মিলিয়ে যেতে যেতে বলে যায়  -


এবার আমি তোর রোদ্দুর হবো ,
তুই আমার  'মা '।