সারা রাত বিনিদ্র হিম তীব্রতা সয়ে সয়ে
বুক বেঁধে আছি এই আশায়,
কখন তুমি এসে ছুঁয়ে দেবে একটু উষ্ণতায়।


শেষ প্রহরের শেষ বার পাখি ডাকার শেষে,
ঘন কুয়াশার আলিঙ্গন ছাড়িয়ে,
জমাট বাঁধা মেঘেদের মমত্বকে উপেক্ষা করে,
স্বর্ণচাঁপা গাছের আড়ালকে ডিঙিয়ে
যখন তুমি এলে-


তখন শৈশব থেকে যৌবন পেরিয়ে,
বার্ধক্যের এক্কেবারে পশ্চিমে পৌঁছে গেছ
প্রভাকর।


তাই আবার একটা নুতন জন্ম বা নুতন দিনের অপেক্ষা।
একটু উষ্ণতার জন্য।