পৃথ্বী, তুমি আবা..র আদিম হও -
     যেখানে তুমি ছিলে প্রাণ শূন্য, জীবন জনহীন
            দগদগে এক অগ্নিপিন্ড ;
    পুড়িয়ে দাও সব হিংসা, অবিশ্বাস আর লোভ ।


       হে পৃথ্বী, তুমি আবার আদিম হও-
         আজ তোমার ভবিষ্যত বিপন্ন;
     আগামী আজ ধর্ষিতা নয়তো লাঞ্ছিতা
          হয় ঘরহারা নয় উদ্বাস্তু,
               সবুজহীন বিপন্ন শৈশব আজ
                  বারুদ-বুলেটে ঝলসানো ।


      হে পৃথ্বী, তুমি আবার আদিম হও
             নতুবা সবার বাস যোগ্য ।