যদি কোনোদিন দেখা হয়,
তোমার সাথে পাড়ার ঐ মোড়টাতে
তখনও কি তুমি মুখ ফিরিয়ে রাখবে?
বলবে না কথা আর আমার সাথে।
আমার জীবনের সহজ-সরলতার পাহাড় বয়ে,
নেমে ছিলে তুমি নদী হয়ে।
এই নদীর পানি দিয়ে,
আমার তৃষ্ণা মিটত।
আজ যে আমার জীবনে গ্রীষ্মকাল!
প্রচণ্ড দাবদাহে ও রোদের প্রখরতায়
নদীর জল আজ প্রায় শুকিয়ে গেছে।
আমি যে আজও তৃষ্ণার্ত!
তুমিও আজ অন্য পাহাড়ের গা ঘেঁষে
নেমে চলেছ মাঝারি স্রোতে,
প্রাত্যহিক মিটিয়ে চলেছ অন্য পিপাসুর তৃষ্ণা,
আর আমি আজ তৃষ্ণাপীড়িত বটে।