বিদায় ভুলে হৃদয় খুলে
খেলছ রঙ্গ খেলা,
ভুবন মাঝে বড্ড বাজে
করছ রঙের মেলা।


হায় রে ওরে মানুষ মরে
হবেই দিনেক লয়,
জীবন ভরে পাপ সাগরে
কাটছ সাঁতার হায়!


কেন রে মন জীবন ক্ষণ
কাটাও এনজয়ে,
আপন চোখে মরণ দেখে
কাঁপে না মন ভয়ে?


পৃথ্বী রঙে রঙিন সঙে
জীবন করেছ ক্ষয়,
ভুবন দুগ্ধ খেয়ে মুগ্ধ
ভুলেছ মরতে হয়!


জগত মিথ্যে ভাবে না চিত্তে
রঙের মেলায় থাকি,
এ রঙ ভব ধ্বংস তব
আনবে দিনেক ডাকি।



(কবিতাটি ১৩ বছর বয়সে লেখা)
॥ রচিত: ১৬ ডিসেম্বর ২০১৩, কুরপালা মাদ্রাসা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ॥