কারো জীবনে চিরকাল
নেই রে বাঁচার আশা,
কিসের তবে রং-তামাশা
আর মিছে ভালোবাসা।

ভুবন মাঝে যখন বারেক
হয়েছে তোমার আসা,
নিশ্চয় তরে মরণ হবে
স্বীকার মুখের ভাষা।

স্বীকার যবে কেন তবে
উন্মুক্ত মুখে হাসা?
ক্ষনস্থায়ীর পৃথ্বী যেন
চিরস্থায়ীর বাসা।

অনন্তকাল আঁধার জীবন
সামান্য ক্ষণ রঙিন,
মরার পরে চিরন্তরে
সঙ্গী হবে জমিন।

জীবন-মরণ, মিলন-বাঁধন
এইত লীলার ভূবন!
সঙ্গী-স্বজন নয় রে আপন
হায় রে মিছে মায়ার জীবন!


রচিত: ১৭ জুলাই ২০১২; কুরপালা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।