আমার লেখচিত্রের বিচারে তোমরা আমায়
কবি বলে খ্যাতি দিও না হে বোদ্ধা,
কবি নই আমি মানবতার মুক্তির সপথে অটুট
কলম অস্ত্রের এক বাঙালি যোদ্ধা।


আমার অস্তিত্বে বিরাজ উৎপীড়নের তীব্র দরদ,
আমি নই নড়বড়ে যত আসুক ঝড়!
আমি অমানবিকতার সংঘর্ষে নিজেকে আঁটি,
ছাড়ি না সংকল্প কোনো করি না ডর।


আমার হাসিতে দোলে উচ্ছ্বাসে মানবতার ছন্দ,
আমি মানবতার হাসিতে পাই মহানন্দ;
আর মানবতার ক্রন্দনে আমি হই ভষ্ম জীর্ণ জরা,
আমার কান্নায় মানব পীড়নের গন্ধ।


নিপীড়িতের উৎকণ্ঠায় যত আমার বুলির বিলাপ,
আমার ভাষা’ই বলে ওরা জবানে;
আর আমি ওদের ভাষায় বলি কথা অন্তর্দাহে,
“একমুঠো খেতে দে আমায় প্রাণে।”


আমি মানবতা, আমি দগ্ধ আজ ক্ষমতার কবলে,
আমি বন্দি শোষিতের কারাগারে;
কারণে-অকারণে আমার নিত্যে হয় নির্মম মৃত্যু,
কী অপরাধ আমার এই ভব-ধারে!


এ কান্নার হাহাকারে পৃথিবী আজ হয়েছে ভার,
করেছে আমার কবিত্বকে আঁধার;
ভেঙেছে আজ বাক-কারাগার যত মন্দ বাঁধার,
তাই কবি নই আমি মহাপ্রাণ এবার।


॥ রচিত: ২২ ডিসেম্বর ২০১৮; আপনালয়, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ॥