ওরে চোর,
আমি তোর,
ভাঙব হাত,
বুঝবি স্বাদ।
আরো কত,
দেখবি শত,
আসবে মানুষ,
হবি বেহুশ;
খাবি মার,
বারে বার।


পায়ের জুতায়,
উঠবে মাথায়;
মারলে বহুত,
হবিরে ভূত।
যদি কাল,
কারো মাল,
করিস চুরি,
ধরব ভুঁড়ি;
করব বাহির,
বিচার মহি’র।


(১৩ বছর বয়সে)
রচিত: ১৫, নভেম্বর, ২০১৩; কুরপালা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।