আমি চাহি না বাঁচিতে আর ডাইনোসরের
এহেন জাত-দাম্ভিক পটভূমিতে;
শক্তি আছে যার, ক্ষুধা যেন শুধু তার,
বাকিরা জব্দ সবে তারই অভিমতে।


আমি চাহি না বাঁচিতে আর মুখোশ-খোলসধারীর
এহেন হাজারো অভিনেতার মাঝে;
সাধিতেছে স্বার্থ, করিতে চরিতার্থ,
কত বহুরূপী সাজে!


আমি চাহি না বাঁচিতে আর অকর্মা-অলসের
এহেন ঘাটিপূর্ণ জনতার দেশে;
তবে স্বপ্ন গগনচুম্বী, সাধনার পুরোটাই কমতি,
যেন সফলতা দায়েবাঁধা আসিতেছে ভেসে।


আমি চাহি না বাঁচিতে আর অবাধ যৌনাচারীর
এহেন পশু-রাজ্যের বনে;
স্বেচ্ছায় পদার্পণ, কিংবা হয় ধর্ষণ,
কলঙ্ক লয়ে ফের ঝুঁকিছে মরণে।


আমি চাহি না বাঁচিতে আর নবজাতক জাতিকাদের
এহেন অনিবার্য প্রেমাচার দেখে;
নিয়তি কে মানে হায়! পেতে হবে যাকে চায়,
তাহে পড়ে বাঁধা ধ্বংসের শিকে।


আমি চাহি না বাঁচিতে আর পাপিষ্ঠ শহরের
এহেন রক্তখেকো সভ্যতার অবয়বে;
প্রভাবশালী অধিপতি, গরীব চুষে মারে লাথি,
পাপের ভারে পৃথ্বী না জানি হবে ধ্বংস কবে!


॥ রচিত: ১২ মে ২০১৮; বেদগ্রাম, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ॥