দেশ যাচ্ছে রশাতলে
ভায়কি আমার তাতে
দেশটা তো একার না
সবার তরে বটে 
ভাবছি যে তার ভবিষ্যৎ কি
নয়তো অন্ধকার??
খুজছি আলো দেখতে সে কাল
উঠবে যখন নতুন সকাল


আমলা,কামলা সবাই কালো
দেখে লাগেনা মোটেও ভালো
বিচার, শাষক ভিষণ ভুলো
দিন কাটানো দায়


আসছে নাকি নতুন কিছু
হবে ডিজিটাল
3g আর 4g তে সব
হয়েছে মেন্টাল


চরছে গাড়ি, তুলছে বাড়ি
রাখছেনা আর কারো আড়ি
ভাবছে সবাই নিজের জন্য
করে সব জীবন বিপন্য


দিচ্ছে স্লোগান জয়জয়কার
চললে এমন কি আর দরকার
ইচ্ছে মতো সাজিয়ে পান
নিচ্ছে সুখে রোদ্র স্নান


বলতে মানা জোরা আখির
চাইলে নিজের পড়ান পাখির


ভাবছে কবি ,লিখছে লেখক
সবাই চাচ্ছে কিছু একটা হোক