যদিও আমি তোমার
আমার যদি হও তুমি।
এতে কোন সন্দেহ নেই হে প্রিয়া
ব্যকুল হয়েছোকি কোনকালে?
যখন আমি চাইনি তোমার
খসে পরা পাতার মতো করে,
শুধু একান্ত আপন করেই ভেবেগেছি
বালিশের একপাশটা তোমার।
ফুলে ঘর সাজাবো বলে
তোমায় দূরে রাখিনি
পুষ্প হয়ে তুমিই ছড়াবে সৌরভ।
ক্ষনিকের প্রশান্তি তুমি নও
লোমহর্ষক ছোয়ার হাজার বছর তুমি।
বিলাসিতায় তোমায় চাইনি
ভেবে দেখো!!
নিবিড় অনাবিল একমুঠো সন্ধ্যার
আলোক প্রদীপ তুমিই ছিলে......