নিজেকে বিলিয়ে দিয়েই পেয়েছি সুখ
ভেঙ্গে বাধা ভুলে সব
প্রিয়দর্শীনি তোমাতেই তো ব্যাকুল ছিলাম
আকুলতার দ্বারপ্রান্তে দাড়িয়ে,
রাত্রি বিনিদ্রায় প্রহর করে।
আকাঙ্ক্ষা যখন মস্তিস্ক ভেদ করে
চারপাশটা কে এলোমেলো করে রেখেছিলো
কতইনা চেয়ে চেয়ে দেখেছি তোমায়
আরাল থেকে,  এপাশ থেকে ,সেপাশ থেকে।


ব্যস্ত রাস্তায় একলা হেটেছি
হাজারো লোকের ভিড়ে
যানবাহন এর কর্ণ ধ্বংস করা শব্দকে
একপাশ ভেবে সরিয়ে রেখেছি দূরে
তবুও তোমায় অগোচর করতে পারিনি
পারিনি তোমায় চিন্তার বাইরে রাখতে।


ভুলেগেছো মৃগনয়নী?
কথার ফাকে তোমার বাকাঁ ঠোঁটের হাসি
আমি কিন্তু মনে রেখেছি
কথা দেয়ার সেই ক্ষন
আজন্মের মতো তুমি আমার হবে
এগিয়ে আসবে বারবার এপানে
যদি ফিরে আসো এ ধরায়।


ওপারের খেয়ায় পার হবো বলে
অপেক্ষায় দিন জ্ঞাপন করি
যদি দেখা হয় আর একবার
বলবো তোমায়
আমি ভালো ছিলাম না.