মাথায় ভর করে আছে ঘুরপাক
নিজেকে আরাল করে রেখিছি
বুঝতে দেইনি কাউকে আমি
চলাচল করে যেখানে নেষা
ভেতর থেকে হারিয়ে গেছে
ভেতরের জিনিস টা
কোথায় আছি মাঝেমধ্যেই ভুলেই যাই
হয়তো সেটা ইচ্ছা করেই
অন্ধকারে হারিয়ে যেতে ইচ্ছে করে
পেরে উঠিনা কারন
যদি হারিয়ে যায় এ ক্ষন.


যাই ভুল পথে নিজের হাতধরে
ফিরেও আসি একসাথে


কিছুক্ষণ বসে থাকি
                 কিছুক্ষণ ভিজে যাই
কিছুক্ষন আপনাতেই হারিয়ে যাই.


চাইনা দিতে এ কাটা
এতোটুকুইই তো সম্বল আমার


ভেবে নিও সেদিন
হেঁটে যাবে যেদিন আগুন্তক
দেখোনা তুমি
আমিও ছিলাম
ভীরে যাওয়ার আগে
এককোনে স্তুপের ধারে


কিছু শুন্যতা হাতে নিয়ে
কিছু পূর্নতা পাবার আসায় ..