বেলা শেষ!
ঘুম চোখে খানিক আগেই
দিননাথ তার গন্তব্যে চলে গেছে।
সকাল থেকে সন্ধ্যা তার অবিরাম এই ছুটে চলা
সে বড়ই ক্লান্ত, বরই অলস এ বেলায় ।
ঠিক তখনই
ঝোপ বেয়ে নেমে আসে
এক ঝাঁক কুহেলিকা,
নরম শীতলতা তার শরীর জুরে,
ধোঁয়াসায় চারিপাশ ছেয়ে একাকার
সবুজ ভিজছে তার শিশিরকণায়।
মাঝেমধ্যেই ঠুনকো পবন তাপে
নড়ে উঠে ভিজিয়ে দেয় পথ প্রান্তর।
সন্ধ্যে নামতেই ঘরে ফেরার দৌড়
ছেলে বুড়ো জোয়ানের।
জোসনা যেন তার সব মায়া, সব রং
রাত ভর উপহার দিচ্ছে।
সুনসান নীরবতা
বিধাতার এক অপরূপ সৃ‌ষ্টি ,
কতো সুন্দর জীবন যাত্রা
প্রিয়জনের তুলে দেয়া দুমুঠো খাবার
আগুনের তাপে বসে মিষ্টি আলাপ ।
প্রকৃতির এই নিয়মিত খেলায়
মুগ্ধ হয়েছি বারবার
আবারো হারাতে চাই
যদি সুযোগ পাই।