মানব জিন্দেগী কয়েকটি অধ্যায় বিভক্ত
রুহের জগৎ পৃথিবী এবং পূনরুত্থান
পৃথিবী নামক মধ্যবর্তী স্টেশনটি একটি
বিশ্রামাগার।
এখানে মানুষ নামের পথিকগণ ক্ষণকাল
বিশ্রাম নিচ্ছে
এরপর মানুষ ধীরেধীরে পূনরুত্থানের পথে
অগ্রসর হচ্ছে
যে অধ্যায়ের শুরু আছে শেষ নেই, জীবন আছে
মৃত্যু নেই।
পৃথিবী নামক স্টেশনে যাত্রাবিরতি করা খোদা
প্রদত্ত একটি বিধান
এ অধ্যায়টি মূলত একটি বিশ্রামাগার মুসাফিরখানা
অতিথিশালাও বটে
এখানকার জীবনযাপনের উপর সম্পূর্ন নির্ভশীল
পরবর্তী অধ্যায় বা জীবন
পৃথিবী নামক অধ্যায়ের গুরুত্ব অনুধাবন করা
জ্ঞাণীদের জন্য মর্মবাণী।


রচনাকালঃ ১৮/০২/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।