তুমি আজ চলে যাবে,
বোধ হয় আর ফিরে আসবে না।
আমার লেখা গুলো ডাইরির পাতায় কাঁদবে,
ভেবে ছিলাম তোমায় কাছে পাবো,
আরো, আরো অনেকটা পথ যাবো,
কবিতারে সঙ্গে লয়ে।
তা আর হলো না,
বন্ধনের পিড়ি আজ তোমার দিকে চেয়ে।
ভালো লাগে তোমার চোখ,
হারিয়ে যেতে ইচ্ছা করে তোমায় নিয়ে,
দূর পাহাড়ের চূড়ায়,
কিম্বা সমতলে ছোটো কুঁড়ায়।
সেখানো তুমি আমার আমি,
চোখে চোখ রেখে দিবস নিশি,
কেউ  বিরক্ত করবে না।
যদি তুমি হাত ধর,
তবে তোমায় নিয়ে সমুদ্রস্নান করবো,
তোমার ওষ্ঠে দিয়ে যাবো ওষ্ঠের টিকা।
ভিজা লক্সে জ্বালাবো কামনা,
তার আগুনো আরো কাছে আরো কাছে তুমি আর আমি।
এই জীবনে তুমি আর আমার হবে না বোধ হয়,
যদি তুমি একবার কাছে টানো তবে সব বাধাঁ পেরিয়ে যাবো।
প্রথম আলাপে ভেবেছিলাম তুমি আঁধারের মাঝে চাঁদ,
তোমা হতে পূর্ণিমা পাবো।
তোমার প্রজাপতির বন্ধনের কার্ড হাতে,
তুমি এলে নিমন্ত্রণ দিতে,
আমার ফেরা হলোনা আঁধার হতে।