মিষ্টি এক সন্ধ্যায়,
সোশাল মিডিয়াতে তার সাথে কিছু কথা।
তারপর আরো একটা সূর্য উঠে,
কথার ডালি নিয়ে সে আসে।
কিছু বলতে,
কিছু শুনতে।
চলে চেনার পর্ব,
চেনারা ভিড় করে জিজ্ঞাসা হয়ে?
পরিচয় হাত বাড়ায় বন্ধুত্বে,
এখন বন্ধু দু-জনে।
মন খুলে কথা বলে,
উভয়ে পুরানো কষ্ট ভাগ করে।
সোশাল মিডিয়ার বন্ধুত্ব আজ প্রেম,
কিন্তু ভালোবাসার কথা কেউ প্রকাশ করেনি।
কারন সমাজ নীতির গণ্ডিতে,
এজনের সামনে বন্ধন,
পিতা-মাতার সম্মান,
তাই ভালোবাসা মন বন্দী।
সময় চলে তার মতো,
সময়ের হাত ধরে ভালোবাসা কোনের সাজে,
দিবে মালা অন্য গলে।
সব চুরমার,
দুজন দু দিকে,
স্বপ্ন গুলো পথের বাঁকে কাঁদে,
ভালোবাসা আজ সমাজ গণ্ডির ফাঁদে।