চোখের সামনে ল্যাম্প পোষ্ট,
বিদ্যুৎ আলোয় একশো ওয়াটের ল্যাম্প।
দক্ষিণা সমীরন প্রবাহিত,
গায়ে তার মৃদু পরশ।
খোলা আকাশের নিচে সন্ধ্যা যাপন,
বাঁকা চাঁদের পরিহাস আমায় দেখে,
সে যেন হাসছে।
আমায় বিদ্রূপ করছে,
ঝিঁ ঝিঁ ডাক শান্ত,
বোধ হয় তারা ছুটি নিয়েছে।
তারা রাও বেপাত্তা,
ঠিক মোর প্রিয়ার মতো,
এক পলকেও তার নেই দেখা,
কাজ ছেড়ে,
প্রিয়ার দেখা না পেয়ে আজ একা।
বোধ হয় আমায় স্বপ্ন দেখতে নেই,
কারন স্বপ্ন ভেঙে যায়,
আনন্দ অনুষ্ঠান আমায় কাঁদায়।
তবুও স্বপ্ন দেখেছিলাম,
তোমায় ঘিরে,
তুমি ভালোবাসার প্রদীপ জ্বলে আসবে ফিরে।
তুমি এলে না,
স্বপ্ন গুলো ভেঙে গেল।
তাই তো বিদ্রূপ করছে বাঁকা চাঁদ,
হাসছে সে,
ল্যাম্প পোষ্টের নিজে দাঁড়িয়ে,
ফেলছি কেবল নোনাজল।
ভুগছি স্বপ্ন দেখার ফল।